নিঃসঙ্গতা
লিখেছেন লিখেছেন মামুন ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১৪:৩৯ বিকাল
নিঃসঙ্গতা
বিষন্ন বিকেলে
শূন্য হৃদয় মাঝে
বসে আছি এই একেলা আমি,
অস্থির তরঙ্গের মিলিয়ে যাওয়া
পাড় ধরে কারো হেঁটে আসার অপেক্ষায়।
কায়ার সাথে কায়া
আর ছায়ার সাথে ছায়া
আলো আঁধারির মিলে এক হওয়া,
বিধ্বস্ত জনপদে শেষ মানব হয়ে
প্রাণের সুরে নেচে উঠাতে কি সার্থকতা?
তবুও জেগে থাকি চোখ বুজে
অন্ধ বালকের অনুভুতিতে চক্ষুষ্মান এই আমি
রোদন ভরা এই বসন্তে।।
বিষয়: সাহিত্য
৭৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্ধ বালকের অনুভুতিতে চক্ষুষ্মান এই আমি
রোদন ভরা এই বসন্তে।।
বাহ! কি চমৎকার
নিঃসঙ্গতা বিদ্বা অর্জন এর বিরাট সুজুগ
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন